রাজীব পাল

।। সময় ।।



কিন্নরের সিলিকন স্তনের উষ্ণতার 
ছায়া ছায়া হাত রেখে আড় চোখে 
বয়স বাড়ছে নতুন দিনের জানালার
অন্ধকারে অনেক মুখোশই খুলে যায়
নীল বিষ হিস্ হিস্ শব্দে তন্ন তন্ন...

খসে খসে পড়ে সহবাসের বাতাসে
পাখির পালক, আধখাওয়া আপেল
তূষার ঝড়ের কবলে ফসিল হতে চায়
সমুদ্রের ঢেউয়ে নৌকা ভাসে, নৌকা
কোনদিন কারও ঘর হতে পারেনি...

সমস্ত পথই কোথাও না কোথাও নিয়ে যায়; 
এতদিন রুমালে বিরহ মুঝেছে কেউ
এখন লিঙ্গ থেকে মুছে নিচ্ছে অভ্যেস, ক্লান্তি
ঘড়ির কাঁটায় যদি লেগে থাকে বিষ
সময় নীলকন্ঠ খুঁজে নেবে ঠিক মন্থনে বা মৈথুনে...

।। পাকুদা ।।

"ভাল তো ভাল
খারাপে সব থেকে খারাপ..."
শুনে থাকবেন এরকমই কিছু
অনেকের মুখে
পাকুদাও এরকমই বলত

কাঁচা-পাকা চুল-দাঁড়ির পাকুদা
না ভাল শত্রু, না ভাল বন্ধু পেল জীবনে

এক বস্তা তুলো আর এক থলি পেরেক
ওজনের হের-ফের থাকে

পাকুদা বোঝেনি, বোঝেনা অনেকেই
শরীর আর কথার পার্থক্য গুলো
পাকুদাও এরকমই বলতঃ
ভাল তো ভাল
খারাপে সব থেকে খারাপ...

২টি মন্তব্য: