আমরা শূন্যাঙ্ক



নদী , নালা , খানাখন্দ আর যত খাল-বিল ভরে গেছে ঝিরঝিরে বৃষ্টি ক্ষণিকের যেন বর্ষার আশ্চর্য বৈশিষ্ট্য। ভেজা পড়ে আছে পথচত্ত্বর। জমে উঠেছে চাষ, সবুজের হুংকার আর কৃষকের হাসিমুখ। আর কাঁকরমাটি লেপ্টে
কোনো নোনতা ডালের ওপর হাড়ি মাথায় পোড়া গলি  ময়নাতদন্ত

এমনই সব এলোমেলো হিসাবনামহীন তর্ক বিপক্ষ মেদ জমা বিকেল। গোটা কয়েক দশমিক ঝগড়ায় মন হারিয়ে অযথাই

এরি মধ্যে চৈ চৈ হাঁটতে শেখা 'শূন্যাঙ্ক' দ্বিতীয়বারের জন্য
বহু পথ পেরিয়ে পবিত্র প্রজাপতি এই উড়ান
এসব তো শূন্য'ই ধারণায় অ ধরা।  আমরা

                         - আমরা শূন্যাঙ্ক
                            ২৯-০৭-২০১৮