শৈবাল মজুমদার

ছাইপাঁশ ১০১



আমার দরজায় কখনো কোন পাখী এসে
করাঘাত করে বলেনি
আর কতোকাল এভাবে স্থবির বসে থাকবে
এসো আকাশে উড়ি একসাথে
পাখী নয়
ভিখারীণি মা এসে ভোরবেলা দরজায় আঁচড়ায়
ভাত দেরে মা ভাত দে...তখন ভীষণ ভয়ে 
শীতের সাপের মতো শুয়ে থাকি বিছানার খুব অন্ধকারে
বড় শীত জীবনের চারপাশ ঘিরে বড় শীত আর কুয়াশা
শীত আর কুয়াশায় থুতু আর কফ মিশে অপুর্ব আঁধার
সেই নিঃস্ব অন্ধকারে
মরে যাওয়া মা'র স্তনে মুখ গুঁজে ওম খুঁজি ওম

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন