আদিম মনন -

নেকড়ে আর নুনের বস্তা

                        - দেবারতি বি



নেকড়ে আর তার বৌ থাকতো গ্রামে,সুখেই থাকতো তারা। একদিন নেকড়ের বৌ খবর পেলো পাশের গ্রামে উৎসব হবে। লোকে সারাদিন নাচবে আর গাইবে আর ভালো ভালো খাবার খাবে। ভারি ইচ্ছে হলো তার উৎসবে যেতে। উৎসবে যেতে গেলে তো কিছু উপহার নিয়ে যেতে হয়,সে ভাবলো কিছু নরম রুটি বানাই। রুটি বানাতে গিয়ে দেখে নুন ফুরিয়ে গেছে। নেকড়েকে গিয়ে বললো
"শুনছো, নুনের পুকুর থেকে একবস্তা নুন এনে দাও। নরম নরম রুটি বানাতে হবে।"
নেকড়ের যেতে খুব ইচ্ছে করছিলো না,তাও সে গেলো নুনের পুকুরে। নুনের পুকুরে যেতে যেতে সে ক্লান্ত হয়ে গিয়েছিলো, ভাবলো
"একটু বিশ্রাম করে নিই, তারপর নুন নিয়ে বাড়ি ফিরবো।"
পুকুরের ধারে জোলো হাওয়ায় যেই শুয়েছে,অমনি সে ঘুমিয়ে পড়লো। নেকড়ে তো ঘুমোচ্ছে, এমন সময় এলো এক প্রজাপতি। নেকড়েকে দেখে ভাবলো
"একটু মজা করা যাক ওর সঙ্গে।"
এই ভেবে প্রজাপতি ডেকে নিয়ে এলো তার বন্ধুদের। সবাই মিলে নেকড়েকে তুলে পৌছে দিলো তার বাড়িতে। ঘুমন্ত নেকড়ে কিছুই টের পেলোনা। ঘুম ভেঙে উঠে দেখে কোথায় নুনের পুকুর কোথায় কী, সে শুয়ে আছে তার নিজের বিছানায়। ভাবলো
"স্বপ্ন দেখেছি নিশ্চয়, বৌ স্বপ্নেই বলেছিলো নুনের পুকুরে যাওয়ার কথা।"
আরামে বিছানায় শুয়ে পা দোলাতে লাগলো নেকড়ে। বৌ গিয়েছিলো জল আনতে, ফিরে এসে দেখে নেকড়ে বিছানায় শুয়ে পা দোলাচ্ছে। 
নুন কোথায়?"
"কিসের নুন? তুমি কি সত্যিই নুন আনতে বলেছিলে নাকি?"
এমন কথা শুনে বৌয়ের মাথা গরম হয়ে গেলো। যাচ্ছেতাই করে বকলো নেকড়েকে।
"কুঁড়ের বাদশা কোথাকার, একটু নুন আনতে বললাম তাও করতে পারে না!"
রেগেমেগে জলের পাত্রটা উলটে দিলো নেকড়ের মাথায়। জলে ভিজে নেকড়ে কাঁপতে লাগলো ঠাণ্ডায়। সেদিন আর গেলো না, পরদিন সকালে আবার গেলো নুনের পুকুরে। বৌয়ের ভয়ে দৌড়ে গিয়েছিলো, আবার ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়লো। আবার এলো প্রজাপতি, ঘুমন্ত নেকড়েকে পৌছে দিলো ঘরে। নুন আনা হলো না তার, আরেকবার বৌয়ের কাছে অপমান হলো। 
পরেরদিন আবার গেলো নুনের পুকুরে। এবার খুব সাবধানে গেলো নেকড়ে, যাতে ক্লান্ত হয়ে আবার ঘুমিয়ে না পড়ে। সেদিন আর ঘুমোলো না, নুনের বস্তায় নুন ভরে নিয়ে রওনা দিলো বাড়ির পথে। ওদিকে প্রজাপতি অপেক্ষা করছিলো নেকড়ের জন্য। সে ঘুমোলো না দেখে চললো ওর পিছন পিছন। যদি রাস্তায় ঘুমিয়ে পড়ে, আবার পৌছে দেবে বাড়িতে। নেকড়ে তো যাচ্ছে নুনের ভারি বস্তা নিয়ে। যেতে যেতে ভারি ক্লান্ত লাগলো তার। ভাবলো একটু বিশ্রাম করবে। সঙ্গে সঙ্গে আসা প্রজাপতিকে বললো
"ও ভাই প্রজাপতি, আমি একটু বিশ্রাম করবো এখানে। তুমি দেখো যেন আমার নুনের বস্তায় কেউ হাত না দেয়। দুদিন ধরে চেষ্টা করছি নুন নিয়ে যেতে, কিছুতেই পারছি না। আজ নুন নিয়ে ঘরে যেতে না পারলে বৌ আর আস্ত রাখবে না আমাকে।"
প্রজাপতির মায়া হলো নেকড়ের কথা শুনে। 
"আচ্ছা, খেয়াল রাখবো তোমার নুনের। চাও তো নুনসুদ্ধু বাড়িতে পৌছেও দিতে পারি। যদি দিই,বদলে কী দেবে আমায়?"
"কী আর দেবো? বৌ বলেছে নরম করে রুটি বানাবে এই নুন দিয়ে। তারই একটা টুকরো দিতে পারি তোমায়।"
রুটির কথা শুনে খুশি হলো প্রজাপতি আবার ডাকলো বন্ধুদের। সবাই মিলে নেকড়েকে তার নুনের বস্তা সুদ্ধু পৌছে দিলো তার বাড়িতে। নেকড়ের বৌ তখন রুটি বানাবার তোড়জোড় করছিলো। নুন পেয়ে চটপট বানিয়ে ফেললো নরম নরম রুটি। একটা আস্ত রুটি দিয়ে দিলো প্রজাপতিদের। বাকি রুটি নিয়ে নেকড়ে আর নেকড়ের বৌ গেলো পাশের গ্রামের উৎসবে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন