তাপসী লাহা

কবিতা#১] মেমেন্টো____ _______


কপট অায়নায় খেলে যায় তীর্যক ঢেউ
বালুময় নিবন্ধ চলচিত্রে মরুদ্যান বড় দুষ্কর
দু একটা মুহুর্ত নীলনদের মতো
রাজকীয়ভাবে মৃত।
চশমার ভেতরে ঝাপসাগুলো বাড়ছে,
সাইলেন্সর সাটিয়ে নেওয়া-
সন্তর্পণে অাততায়ীর জলসা
হিঙসে গুলো কলোনী  গড়ে যাচ্ছে  তখনও
গিজগিজে উকুনে অস্তিত্বে।
------_//-------------------------/---



কবিতা#২]
----------/////;;
যেটুকু অাছড়ে পড়ছে
অাছড়ে পড়ুক।
পড়তে গিয়ে অাটকে গেলে
ব্যাপারটা ঠিক জমেনা।
এতো চিন্তার কি অাছে
রোসো বাপু।
পড়ার মতো করে পড়তেই পারে
বোঝাপড়া-উদাহরণে অাদা খায়
সম্পর্ক হিসাব  সেনসেক্স
এসব নিয়ে ভাবো নাকি
খুলতে পারি হেল্পডেস্ক।
পড়তে পড়তে টপটপ ধুপধুপ
বা নিশব্দেই
গিট খুলে যায়
কতোটা পড়ার পরে
পড়ে যায় রুচিরুটি
দাঁত ক্যালানে গল্পগুলো
পরে যায়
অাম কুড়োবে নাকি!(শিরোনাম-পরার কাহিনী)।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন