বিশ্বজিৎ বালা

ওম

দুটো বাঁকের মাঝখানে শিলীভূত জঙ্গল

কলাঝাড়ের পেছনে পুরানো কুঁয়াটা 
আর তরমুজ ঝোঁপের পেছনে ময়ালের গর্ত

খামার বাড়িটা ওম
পাথরঘাটার রাস্তায় মূলিবাঁশের দুপুর
আর কেটে যাওয়া ঘুড়ি আনারস বাগানের পথে 

বাতিল।।

অজান্তে ফুটে যাওয়া ফুল হাওয়া বদলের
মরশুমে ঠাঁই দাঁড়িয়ে থাকে 
চকমকির ঠোকাঠোকি ট্রেনের লাইন দুটির
সঙ্গমস্থলে ইতিউতি চাওয়ার মাঝে
পরিত্যক্ত স্টেশন আর রেললাইন
অসীম সোহাগ নিয়ে অপেক্ষা করে
পাথরের টুকরোগুলি হেজে গেছে দিনদিন
রাধাচূড়ার ছায়ায় ......

1 টি মন্তব্য: