জ্যোর্তিময় মুখার্জি

খিলখিল ডানাওয়ালা গিরিগিটি



বহুবার মানা করেছি, এইভাবে পুরুষ্টু ঠোঁট বেয়ে উঠো না। এইসব মহাকাশীয় প্রলাপে ছিঁড়ে গেলে ঘৃণা ও শত্রু, সারল‍্য’ও এঁকে ফেলে খিলখিল ডানাওয়ালা গিরিগিটি

তাকিয়ে দেখো, কীভাবে পুরুষ্ট কার্পেটের নিচে মিলিয়ে গেল ডোরাকাটা চাঁদ। ঢেকে নিয়ে কিছু আঠালো বিমূঢ়তা, কালো-আলো হাত ঘষে ঘষে

তালুর খাঁজে লুকানো নখেরা’ও জানে, টকাটক হাতের কেরামতি। এ তো হাতভর্তি কিশোরী প‍্যাকেজ। কিছু বিনুনি ব‍্যক্তিগত হোক। কিছু মুঠো ঘাস এলোচুল

সিঁড়িরা স্নান সেরে ফিরলে বুঝি
ঠোঁট আদরে নোঙর ফেলেছে পাখি

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন