আকাশ সাহা

নীহারিকা



ক্লান্তিতে অনেক রাত জেগে উঠেছি
নির্ভেজাল ঘাসের উপরে.
শিশিরে ভেজা.
সদ্য চামড়ার মাটির ঘ্রান 
বিহ্বলতায়,
ফিরিয়ে নিয়ে যায়.
হরিনের নরম মাংসের ভিতরে,
জানালায় আটকানো
ধুলোর মাঝে,
ফিরে পাই
হিম হয়ে যাওয়া,
রাত্রির অপরূপ দেহের
নগ্নতায়
আমার রোমশ উচ্ছাস
বৃষ্টি নামে প্রতিবার.
আমার নিঃসঙ্গ  ঘরময়,
একটা মুছে যাওয়া নক্ষত্র.
তার আবেশ.
আমার লেপের মধ্যে গিয়ে
উষ্ণতার আভা খোঁজে,
নিশ্চল হয়ে যায় তখন এ পৃথিবী 
এক গভীর ট্রামলাইনের 
ভিতর দিয়ে হেটে যায়.
শহরে থাকা ট্রাম.
হঠাৎ মৃতদেহের মতো থমকে
দাঁড়ায়.
বিবর্ণ নক্ষত্রদের,
প্রেমের নীহারিকা দেখে.
আড়ষ্ট শরীরে,
যতবার চিৎকার করি,
ফিরে পাই,
তারাভরা আকাশের নিচে,
বিবর্ণ
মৃতদেহ, বিছানায় শুয়ে থাকা,
হিম শরীর,
নিশ্চল নীলিমার,
প্রাণহীন স্পন্দন...

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন