তৌসিফ ইসলাম

মরশুম /



মরা শকুনের মতো অথৈ পালক...
আর একটি দহনের আলোকবর্ষ হিসাব।
দেখতে পাচ্ছি একটি তুষার মিশ্রিত বাড়ি।
           ... তীব্র জলসমুদ্রের বিহান।
যার আশেপাশে আমাদের কোনোদিন
       বাসভূমি ছিলনা।
যে বলে মরশুম,তার ভারপ্রাপ্ত কান্নাটি...
অঞ্চলের দাগ থেকে তুলে নিয়ে গেছে
                      নিহতের  প্রিয়জন্ম।
এতোটাই দুর্গম ; অথচ কী নাগালের বামপন্থা!
...পূরনো প্রেমিকার মতো
        একটি নিধি কেবল পড়ে আছে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন